রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আটক জঙ্গিদের কলকাতায় জেরা র‌্যাব গোয়েন্দাদের

দীপক দেবনাথ, কলকাতা

কলকাতায় আটক বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ছয় জঙ্গিকে জেরা করল বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাবের ২ সদস্যের প্রতিনিধি দল। এদিন সকালেই ঢাকা থেকে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে এসে পৌঁছায় প্রতিনিধি দলটি। সেখানে তাদের স্বাগত জানায় ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর কর্মকর্তারা। এরপর বিমানবন্দর থেকে সল্টলেকে এনআইএ-এর পূর্বাঞ্চলীয় দফতরে যায় র‌্যাবের গোয়েন্দারা। সেখানেই এনআইএ-এর কর্মকর্তাদের নিয়ে টানা কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে র‌্যাবের গোয়েন্দারা।

গত ২৬ সেপ্টেম্বর আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ছয় জেএমবি জঙ্গিকে আটক করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এরা হলো আনোয়ার হোসেন ফারুক ওরফে ইনাম ওরফে কালো ভাই, জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জাবিরুল, মহম্মদ রফিক, মৌলানা ইউসুফ, শাহিদুল ওরফে শামিন এবং আবদুল কালাম ওরফে কালিম। এদের মধ্যে প্রথম তিনজন বাংলাদেশি এবং বাকীরা ভারতীয়। আটক ছয়জনের মধ্যে ফারুক ছাড়া পাঁচজনের বিরুদ্ধে ২০১৪ সালে অক্টোবরে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক হওয়ার সময় এই জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তল, ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বাংলাদেশি ও ভারতীয় মুদ্রা, ক্যামেরা, মোবাইল ফোন, গুরুত্বপূর্ণ নথিসহ অন্য জিনিসপত্র। এরপরই কয়েক দফায় রিমান্ডের পর গত ১৩ আগস্ট পাঁচ জঙ্গিকে নিজেদের হেফাজতে নেয় এনআইএ। গত জুলাইয়ে ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জেএমবির যোগাযোগ খতিয়ে দেখতে এবং ওই হামলার তদন্তে অগ্রগতি আনতে এই জঙ্গিদের দফায় দফায় জেরা করে গোয়েন্দা দলটি।

সর্বশেষ খবর