সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান

অ্যাডহক কমিটির বিধান বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় অ্যাডহক কমিটির বিধান সংবলিত আইনের ধারা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি সংক্রান্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রেগুলেশন ২০০৯-এর ৩৯ ধারা কেন বাতিল করা হবে না—মর্মে রুল জারির প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডি গঠনের জন্য ৩০ দিনের মধ্যে নির্বাচন করারও আবেদন জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, অ্যাডহক ও বিশেষ উভয় ধরনের কমিটিই অনির্বাচিত। বিশেষ ধরনের কমিটি গঠন সংক্রান্ত ৫০ ধারা হাইকোর্টে বাতিল হয়েছে। তদ্রূপভাবে অ্যাডহক কমিটি সংক্রান্ত ধারা ৩৯-ও বাতিল হবে। এই দুটি ধারাই সংবিধানের ১১ অনুচ্ছেদ ও এর প্রস্তাবনার সঙ্গে সাংঘর্ষিক।

সর্বশেষ খবর