মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অজ্ঞান পার্টির খপ্পরে সাতজন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পৃথক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাতজন আহত হয়েছেন। গতকাল সর্বস্ব হারানোদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন সাধারণ পথচারীরা। আহতরা হলেন— আনিসুর রহমান (২৫), আবদুল মান্নান (৬০), আবুল কালাম (৩০), শওকত আলী (৪০), ফজলুল আজিম (৫০), মুজিবর (৪৫) ও আমানুল্লাহ (৫০)। ঢামেক সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় এসে রিকশায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন আনিসুর রহমান। তাকে রিকশাওয়ালা পাশের দোকান থেকে জুস, কেক ও পানি খাইয়ে অচেতন করেন। এ সময় তার একটি মোবাইল সেট ও ৩ হাজার টাকা খোয়া যায়। আবদুল রায়েরবাগ কদমতলী থেকে লাব্বাইক পরিবহনের একটি বাসে অচেতন হয়ে নগদ টাকা হারিয়ে ফেলেন।

 গুলিস্তানের আহাদ পুলিশ বক্সের সামনে কাপড় ব্যবসায়ী আবুল কালাম অচেতন হয়ে পড়ে থাকেন। মিরপুর দারুস সালামের টেকনিক্যাল মোড়ে পিকঅ্যাপ চালক শওকত আলীকে সাভার থেকে ঢাকায় আসার পথে ইতিহাস পরিবহনে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। ক্রীড়া পরিষদের প্রকৌশলী ফজলুল আজিম অফিস থেকে বাসায় ফেরার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় তিনি অচেতন হয়ে পড়ে থাকেন। বাড্ডা এলাকার বৌদ্ধ মন্দিরের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকেন হাতমুজা ব্যবসায়ী আমানুল্লাহ। এ সময় তার নগদ ২০ হাজার টাকা খোয়া যায়।

সর্বশেষ খবর