মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অনেক গভীর

ড. গওহর রিজভী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী জানিয়েছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন অনেক গভীর ও সোহার্দ্যপূর্ণ। ফলে এখন দুই দেশের যৌথ উদ্যোগে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ফকিরদরগা এলাকায় বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড (বিপিসিএল)-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গওহর রিজভী বিপিসিএল সম্পর্কে বলেন, ব্যবহার অনুপযোগী প্লাস্টিক সামগ্রী দিয়ে কারখানা স্থাপন এ দেশে এটিই প্রথম। এ ধরনের কারখানা পরিবেশবান্ধব ও কর্মসংস্থান সৃষ্টিতে যথেষ্ট সহায়ক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলি, বিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক খাদেম মাহমুদ ইউসুফ। পরে অতিথিরা কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। উল্লেখ্য, এ প্রতিষ্ঠানটি প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এতে মাসে ৪০০ টন প্লাস্টিক রেজিন উৎপাদিত হচ্ছে।

সর্বশেষ খবর