মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

অধিকাংশ দেশের নারীরা অধিকার বঞ্চিত

রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেতা নারী, সংসদের স্পিকার নারী, সংসদের উপনেতা নারী এবং মন্ত্রিপরিষদেও অনেক নারী সংসদ সদস্য রয়েছেন। তারপরও প্রকৃত অর্থে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশের নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হওয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর অ্যাসেম্বলিতে অংশ নেওয়া নারী এমপিদের সভায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এ কথা বলেন। বিরোধীদলীয় নেতার গণসংযোগ দফতর এ তথ্য জানায়। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়ামে এ বিষয়ে  আলোচনা হলেও প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়ন আশানুরূপভাবে প্রতিষ্ঠা লাভ করেনি। নারীর ক্ষমতায়নের জন্য তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি ২০১৭ সালে বাংলাদেশে ১৩৬তম আইপিইউ সম্মেলনে অংশগ্রহণের জন্য বিশ্বনেতাদের আমন্ত্রণ জানান।

সর্বশেষ খবর