মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গণতন্ত্রহীন দেশে উন্নয়ন বরাদ্দ লুটপাট হয় : জেএসডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি স্টিয়ারিং কমিটির সভার প্রস্তাবে বলা হয়েছে, গণতন্ত্রহীন দেশে উন্নয়ন বরাদ্দের অধিকাংশই লুটপাট হয়। চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্য, বিশ্বব্যাংক, জাইকাসহ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে বাংলাদেশে যে বিপুল উন্নয়ন সাহায্য-সহযোগিতা আসছে, অবাধ গণতন্ত্র ছাড়া এসব সুষ্ঠুভাবে কাজে লাগানো যাবে না। তখন বিভিন্ন দেশ ও সংস্থা তাদের সাহায্যের অঙ্গীকার থেকে সরে যেতে পারে। প্রস্তাবে শাসক দল আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এ বিষয়ে সচেতন থেকে দেশে জনগণের মৌলিক মানবাধিকার, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও অবাধ রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার নিশ্চিত করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এ প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, মো. সিরাজ মিয়া, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর