বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

খাদিজার স্বাভাবিক হওয়া এখনো অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক

বখাটের হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে এখন স্বাস্থ্যগত পুনর্বাসন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। মুখে খেতেও পারছেন। তবে তার জ্ঞান স্বাভাবিক হওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে। স্কয়ার হাসপাতালের পরিচালক (হাসপাতাল) ডা. মির্জা নাজিম উদ্দীন গতকাল বিকালে বলেন, ‘খাদিজা এখন পুনর্বাসন চিকিৎসাসেবার আওতায় রয়েছে। কিন্তু জ্ঞান কবে স্বাভাবিক হবে, কি হবে না, তা এখনো ঠিক করে বলার সময় আসেনি।’

 তিনি জানান, কেউ ডাকলে এখনো চোখ মেলে তাকানো ছাড়া আর তেমন কোনো প্রতিক্রিয়া বা সাড়া জানাতে পারছেন না খাদিজা। এ ছাড়া নিজে থেকে কথা বলা বা ওঠাবসার মতো অবস্থা হতে আরও কতদিন লাগবে তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুনর্বাসনের আওতায় শরীরের ভারসাম্য ফিরিয়ে আনতে চিকিৎসকরা তাকে হুইল চেয়ারে বসিয়ে বেল্ট দিয়ে বেঁধে কিছুটা ঘোরাফেরা করাচ্ছেন। মুখে বিভিন্ন খাবারও খেতে দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর