বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পদ্ধতির পরিবর্তন না হলে দুর্নীতি দমন সম্ভব নয়

------দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বর্তমান পদ্ধতির পরিবর্তন না হলে দুর্নীতি দমন সম্ভব নয়। বড় প্রকল্পগুলোয় দুর্নীতির আগেই তা চিহ্নিত করতে দুদককে সম্পৃক্ত রাখার বিষয়ে সরকারের অনুমতি চাওয়া হয়েছে।

রাজধানীর পিআইডি মিলনায়তনে ‘দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে দুদক চেয়ারম্যান গতকাল এসব কথা বলেন। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের সক্ষমতা ও বাধার কথা তুলে ধরেন সাংবাদিকরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাম সারওয়ার, সোহরাব হাসান, মনজুরুল আহসান বুলবুল, শ্যামল দত্ত প্রমুখ।

সর্বশেষ খবর