বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘আওয়ামী লীগে সহ সম্পাদকের সংখ্যা একশ’র মধ্যে সীমাবদ্ধ থাকবে’

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকের সংখ্যা একশ’র মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি দলের গঠনতন্ত্রে কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদকের সংখ্যা সর্বোচ্চ একশটি রাখার যে বিধান রয়েছে, আমরা তার বাইরে যাব না। এই কমিটির সদস্য সংখ্যা একশ’র মধ্যে সীমাবদ্ধ থাকবে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. আবদুস সোবহান গোলাপ, এ এইচ এন আশিকুর রহমান চৌধুরী, আবদুস সাত্তার, সুজিত রায় নন্দী প্রমুখ। বৈঠকে ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচি ঘোষণা করে ওবায়দুল কাদের বলেন, ৩ নভেম্বর সকালে বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর