শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আন্তর্জাতিক স্বীকৃতি পেল এ্যাপোলো হসপিটালস

ঢাকার এ্যাপোলো হসপিটালস আমেরিকার ইন্টারন্যাশনাল হেলথকেয়ার কমিশনের (আইএইচসি) ২০১৬ সালের ‘বেস্ট ইন্টারন্যাশনাল হসপিটাল ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এটি বাংলাদেশে সর্বপ্রথম ও একমাত্র জেসিআই (জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল) স্বীকৃতি। জানা গেছে, ক্লিনিক্যাল বিশিষ্টতা, স্পেশালাইজেশন, চিকিৎসা প্রযুক্তি ও সরঞ্জাম, আন্তর্জাতিক বীমা পরিসীমার গ্রহণযোগ্যতা, চিকিৎসা গ্রহণকারী বিদেশি রোগীর সংখ্যা, পেশেন্টস বিল অব রাইটস, স্টাফদের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, মার্কিন দূতাবাসের সুপারিশসহ অন্যান্য মানদণ্ডের ওপর ভিত্তি করে এ স্বীকৃতি দেওয়া হয়। এ বছর অন্য যে হাসপাতালগুলো অ্যাওয়ার্ডটি অর্জন করেছে তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল, যুক্তরাজ্যের বুপা ক্রমওয়েল হসপিটাল, সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হসপিটাল, ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হসপিটাল, নেপালের গ্র্যান্ডে ইন্টারন্যাশনাল হসপিটাল, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারসহ আরও কয়েকটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর