শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শান্তি মিশনে নিহত বাংলাদেশিদেও স্মরণ

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নিহত সদস্যদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে উচ্চারিত হয়েছে ছয় বাংলাদেশির নাম। গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জাতিসংঘের হয়ে কর্তব্য পালনের সময় নিহত এই ব্যক্তিদের স্মরণে গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে স্মরণসভার আয়োজন করা হয়। সূত্র : এনআরবি নিউজ। বাংলাদেশি এই নিহতদের মধ্যে রয়েছেন আইভরি কোস্টে মোহাম্মদ শহীদুল ইসলাম; মালিতে নীলকান্ত হাজং, মোতাহার হোসেন ও মোহাম্মদ সামিদুল ইসলাম; সুদানে মইনুল এ খান ও লাইবেরিয়ায় মোহাম্মদ মুজিবুর রহমান। নিহতদের আত্মত্যাগের কথা তুলে ধরে স্মরণসভায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ‘বোমা বা বুলেট নয়, মানুষের চেতনার চেয়ে কিছুই শক্তিশালী নয়। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা জাতির, নানা বিশ্বাসের লোক শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেন। জাতিসংঘের নীল পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে যারা যুদ্ধ-সংঘাত নিরসনে আত্মাহুতি দিয়েছেন, তাদের চেতনাই আমাদের শান্তি অন্বেষণে অনুপ্রাণিত করবে।’ অনুষ্ঠানে জাতিসংঘের উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে সাধারণ পরিষদের বর্তমান সভাপতি পিটার টমসন ও নিরাপত্তা পরিষদের সভাপতি ভিটালি আই চারকিন উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও জাতিসংঘে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এ কে এম আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নিহত শান্তিরক্ষীদের পরিবার ও কূটনীতিকদের সামনে নিহত সবার নাম পড়ে শোনানো হয়; যাতে নিহত ছয় বাংলাদেশির নামও ছিল।

সর্বশেষ খবর