শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

লিবিয়ায় প্রবাসীদের আইএসের ভয় দেখাতেন বাংলাদেশি হেলাল

কূটনৈতিক প্রতিবেদক

লিবিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস সেজে প্রবাসীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার হয়েছেন হেলাল নামে এক বাংলাদেশি দালাল। সোমবার লিবিয়ার সিরত শহর থেকে তাকে আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশি কর্মী হেলাল দীর্ঘদিন সিরত শহরে অবস্থান করে আইএসের ভয়ভীতি দেখিয়ে এবং অস্ত্রের জোরে অন্য বাংলাদেশি কর্মীদের নির্যাতন ও অর্থ আদায়সহ বিভিন্ন গুরুতর অপরাধ এবং অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে দূতাবাস কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। জানা যায়, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার বড় একটি অংশ এত দিন আইএসের দখলে ছিল। এখনো সিরতসহ কিছু এলাকায় আইএসের জঙ্গিরা অবস্থান করছে। এ সুযোগে বিভিন্ন সময় বাংলাদেশি কর্মীদের জিম্মি করার সঙ্গে জড়িত ছিলেন হেলাল। স্থানীয় বখাটেদের সহায়তায় বাংলাদেশি কর্মীদের অপহরণ করে আইএসের নাম দিয়ে অর্থ আদায় করা ছিল তার অপকর্মগুলোর অন্যতম। প্রায় আধা ডজন ব্যক্তিকে অপহরণ করে অর্থ আদায়ের সঙ্গে হেলালের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। সেই সঙ্গে বাংলাদেশিদের লিবিয়াসহ বিভিন্ন রুটে পাচার করার সঙ্গেও জড়িত ছিলেন হেলাল।

সর্বশেষ খবর