শিরোনাম
শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গতকাল পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে শ্যামপুরে আগুনে দগ্ধ হয়ে রনি (১০) এবং আগারগাঁয়ে পানিতে ডুবে সাজু আক্তারের (১৩) মৃত্যু হয়।

ঢামেক সূত্র জানায়, গত ২২ অক্টোবর শ্যামপুরের পোস্তগোলার একটি বাড়িতে গ্যাসের লাইনে লিকেজে বিস্ফোরণ হয়ে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকালে রনির মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনায় রনির শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। ওই ঘটনায় দগ্ধ আবুল কালাম আজাদ (৪০), জেসমিন বেগম (৩৫), পারভিন (২০) ও সোহানা (৪) ঢামেকে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া বৃহস্পতিবার রাতে আগারগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পুকুর পাড় থেকে সাজুর লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায় শেরেবাংলা নগর থানা পুলিশ। পুলিশ জানায়, শিশুটিকে বেশ কয়েক বছর আগে বাণিজ্যমেলা থেকে কুড়িয়ে পান মাহাবুবুল আলম নামের এক ব্যক্তি। তখন থেকেই সাজু পশ্চিম আগারগাঁও এলাকায় তাদের সঙ্গে থাকত। রাতে বাসার সামনের ওই পুকুরে হাত-মুখ পরিষ্কার করতে গিয়ে পা পিছলে তলিয়ে যায় সাজু। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।

সর্বশেষ খবর