রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মৌলবাদবিরোধী ঐক্যবদ্ধ লড়াই চান কমিউনিস্টরা

সিপিবির কংগ্রেস উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির একাদশ কংগ্রেসে যোগ দিতে ঢাকায় সফররত বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির নেতারা বিশ্বব্যাপী মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়েছেন। তারা বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে সমাজে সমাজে বিভক্তি বেড়েছে। যে কারণে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে দেশে দেশে রাজনৈতিক সংকটও দেখা দিয়েছে। এই সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিকে সেই সংগ্রামে নেতৃত্ব দিতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি আয়োজিত ‘সাম্রাজ্যবাদ, নয়া-উদারনীতিবাদ ও ধর্মীয় মৌলবাদ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিদেশি বক্তারা এই আহ্বান জানান। সিপিবির একাদশ কংগ্রেস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন দলটির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো। সেমিনারে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, ভিয়েতনাম, ব্রিটেন, জার্মানি ও রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা ছাড়াও বাসদের আহ্বায়ক খালেকুজ্জামান বক্তব্য দেন। ওই সেমিনারে অংশ নিয়ে ব্রিটেনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পাদক অধ্যাপক জন ফস্টার বলেন, আইএস-আলকায়দা মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সৃষ্টি। তাদের প্রয়োজনে তারা এটা সৃষ্টি করেছে। তাদের স্বার্থেই ব্যবহার করা হচ্ছে। যে কারণে বিশ্বব্যাপী অস্থিরতা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাই একমাত্র বৈশ্বিক এই অস্থিরতা থেকে মুক্তি দিতে পারে। তাই সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করতে হবে। রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রতিনিধি আলেকজান্ডার পোতাপভ বলেন, সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ঘরবাড়ি তৈরির জন্য সহায়তা করে না। তারা রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নের জন্য ঋণ দেয়। এটা তাদের স্বার্থেই তারা দেয়। যা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কোনো কাজে আসে না। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে কমিউনিস্ট আন্দোলনকে জোরদার করতে হবে। সিরিয়া-কাতার-তুরস্ক সাম্রাজ্যবাদের স্বার্থেই কাজ করছে দাবি করে জার্মানি এমএলপিডি দলের নেতা থমাস বেইসসেনক্যাম্প বলেন, এই দেশগুলো মৌলবাদী শক্তিকে উসকানি দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর