রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার ব্যর্থ

------ মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, মানুষের ক্রয়ক্ষমতা চলে যাচ্ছে।

গতকাল বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, একশ্রেণির আসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করে তুলেছে। যদি এ সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজার স্থিতিশীল করতে না পারে তাহলে সরকারকেই চরম মূল্য দিতে হবে। দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, প্রকৌশলী আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আলহাজ আলতাফ হোসেন, আলহাজ হারুন আর রশিদ প্রমুখ। সমাবেশ-পরবর্তী একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর