রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ছাত্রলীগের ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে ভাঙচুর করেছেন ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল নেতা-কর্মী। এ ঘটনায় সম্মেলনের দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন শুরু হয় গতকাল সকাল ১০টার দিকে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। মহানগর মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সেলিনা ইউনুছের সভাপতিত্বে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন হোসেন, দফতর সম্পাদক কামরুন নেছা মান্নান, বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা প্রমুখ। সম্মেলন উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন নেছা মোশারাফ, প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক আসমা জেরিন ঝুমু। বিকাল ৪টায় দ্বিতীয় পর্বে কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর কথা। এর জন্য প্রস্তুতি পর্ব চলছিল। এ সময় মঞ্চে অবস্থানরত ছাত্রলীগ নেতা-কর্মীদের মঞ্চ খালি করার কথা বললে তারা মঞ্চ ত্যাগ করেন। কিছুক্ষণ পর একদল উচ্ছৃঙ্খল কর্মী সম্মেলনস্থলে প্রবেশ করে চেয়ার, টেবিল, লাইট, ফ্যান, ব্যানার, ফেস্টুন ভাঙচুর ও ক্ষতিসাধন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর