রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পালিত হলো দীপাবলি ও কালীপূজা

নিজস্ব প্রতিবেদক

নানা আচার অনুষ্ঠান ও গাম্ভীর্যের মধ্যদিয়ে গতকাল বাঙালি হিন্দু সম্প্রদায় তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা উদযাপন করেছে। এ উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আরতি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির মঙ্গল কামনায় সন্ধ্যায় পূজা মণ্ডপসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে পালন করা হয় দীপাবলি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কালীপূজার আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেশ ও জাতির মঙ্গল কামনায় সহস্র প্রদীপ প্রজ্বালন করা হয়। সহস্র প্রদীপ প্রজ্বালন উদ্বোধন করেন সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীরউত্তম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে রাত ৯টায় কালীপূজা শুরু হয়। পূজা শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ ছাড়া রাজধানীর রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, সিদ্ধেশ্বরী কালীমন্দির, গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দির, লালবাগের রাধাগোবিন্দ জিউ ঠাকুর মন্দির, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মন্দির, সনাতন সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরেসহ সারা দেশের বিভিন্ন স্থানে কালীপূজা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর