শিরোনাম
সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শচীন দেব বর্মণের মৃত্যুবার্ষিকীতে কুমিল্লায় নেই কোনো আয়োজন

কুমিল্লা প্রতিনিধি

‘শোনো গো দখিনো হাওয়া প্রেম করেছি আমি’, ‘তোরা কে যাসের ভাটি গাঙ বাইয়া’, ‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’ এরকম অনেক জনপ্রিয় গান শচীন দেব বর্মণের কণ্ঠের সুর মেখে ছড়িয়ে আছে কোটি কোটি মানুষের হৃদয়ে। বাংলার পাশাপাশি হিন্দি গানেও শচীন দেব বর্মণ এক অবিস্মরণীয় নাম। কুমিল্লাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী নামকরণে শচীন দেব বর্মণের অবদান বড় মাপের। কিন্তু তার জন্মদিন, মৃত্যুদিনে তাকে স্মরণ করা হয় না খুব একটা। আজ ৩১ অক্টোবর জগদ্বিখ্যাত এ সংগীতজ্ঞের মৃত্যুবার্ষিকীতেও কুমিল্লায় নেই কোনো আয়োজন।

সর্বশেষ খবর