শিরোনাম
সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ঢাকার সম্মেলনে যোগদানের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হলো জেনেভা সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

আগামী বছর ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগদানের অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে জেনেভায় অনুষ্ঠিত আইপিইউর ১৩৫তম সম্মেলন। সম্মেলনের সমাপনী দিনে ভিডিও বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনেভায় অংশ নেওয়া সব সদস্য দেশকে আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য আইপিইউ’র ১৩৬তম অ্যাসেম্বলিতে যোগদানের আহ্বান জানান। এ সময় বিপুল করতালি দিয়ে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান এবং হাত উঠিয়ে তাদের সমর্থন ব্যক্ত করেন। এর আগে আইপিইউ-এর প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী সমাপনী ভাষণে ১৩৬তম অ্যাসেম্বলিকে সফল করে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ এ তথ্য জানায়। সমাপনী দিনে আইপিইউর ১৩৫তম অ্যাসেম্বলির জেনেভা ঘোষণা গৃহীত হয়। ঘোষণায় বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পার্লামেন্টসমূহের আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ছাড়া সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানানো হয় আইপিইউ সম্মেলন থেকে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে বাংলাদেশের পক্ষ থেকে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল আইপিইউর জেনেভা অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা অ্যাসেম্বলির হিউম্যান রাইটস, উইমেন পার্লামেন্টারিয়ান্স, ইয়ুথ পার্লামেন্টারিয়ান, ইসলামিক গ্রুপ, এশিয়া-প্যাসিফিক গ্রুপসহ বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সভায় অংশগ্রহণ করেন। অ্যাসেম্বলি ভেন্যুতে স্থাপিত স্টলে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃষ্টি, পর্যটনের দর্শনীয় স্থানসমূহ এবং সংসদ ভবনের স্থাপত্য শৈলী উপস্থাপন করা হয়। অ্যাসেম্বলিতে যোগদানকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা এ উদ্যোগের প্রশংসা করেন।

সর্বশেষ খবর