সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আজ একাদশ কংগ্রেসের সমাপনী

সিপিবির নেতৃত্বে পরিবর্তন আসছে

নিজস্ব প্রতিবেদক

অবশেষে নেতা-কর্মীদের দাবির মুখে রাজনীতিতে ঝিমিয়ে থাকা দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বে ব্যাপক পরিবর্তন আসছে। সাধারণ সম্পাদকসহ প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় কমিটি নেতাদের অধিকাংশই বাদ পড়ছেন। নেতৃত্বে আসছেন এক ঝাঁক মেধাবী তরুণ। থাকছে একাধিক নতুন মুখ। এ জন্য দলের গঠনতন্ত্রের বিতর্কিত ধারা সংশোধন করা হচ্ছে। আজ একাদশ কংগ্রেসের সমাপনী দিনে এসব পরিবর্তন আনাসহ নতুন নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, লুটপাটতন্ত্র ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে গত ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া চার দিনব্যাপী কংগ্রেসের গতকাল ছিল তৃতীয় দিন। এতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম উত্থাপিত রাজনৈতিক প্রস্তাব ও সাধারণ সম্পদক সৈয়দ আবু জাফর আহমেদ উত্থাপিত কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন অনুমোদন হয়। এর আগে সেলিম-জাফরের প্রতিবেদনের ওপর বিভিন্ন জেলার প্রায় ১০০ প্রতিনিধি তির্যক আলোচনা করেন। আজ আগামী চার বছরের নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের কার্যক্রম শেষ হবে। জানা গেছে, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ শারীরিকভাবে অসুস্থ এবং তিনি ওই পদে থাকতে অনাগ্রহী। যে কারণে এই পদে বিকল্প প্রস্তাব আসছে। ১০ সদস্যের প্রেসিডিয়ামেও আসছে নতুন মুখ। সেক্ষেত্রে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব প্রেসিডিয়ামে আনা হতে পারে। এ ছাড়া বর্তমান গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী পেশাজীবী সংগঠনের নেতাদের প্রেসিডিয়ামে থাকার সুযোগ নেই। প্রেসিডিয়ামে আসতে হলে সিপিবিতে সার্বক্ষণিক হতে হবে। এই বিতর্কিত বিধান সংশোধনের প্রস্তাব করা হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, ৪৯ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে মান্ধাতার আমলের ধ্যান-ধারণা ধারণ করে রাখা নেতাদের বাদ দিয়ে আধুনিক বিজ্ঞানমনস্ক তরুণ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতৃত্বকে দেখতে চাইছেন সারা দেশের প্রতিনিধিরা। সেক্ষেত্রে কাউন্সিল অধিবেশনজুড়ে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বের দাবিটি বিশেষভাবে আলোচিত হচ্ছে।

সর্বশেষ খবর