মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
আইজিপির সঙ্গে ওসিদের সাক্ষাৎ

থানায় এএসপি নিয়োগ না করার আবেদন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের সিদ্ধান্ত বাতিলের আবেদন জানিয়েছে পুলিশের পরিদর্শকদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি গতকাল পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হকের সঙ্গে সাক্ষাত্ করে তাদের ক্ষোভের কথা জানিয়েছে।

বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আইজিপির সঙ্গে সাক্ষাত্ করে। ১২টা পর্যন্ত চলা আধা ঘণ্টার ওই বৈঠকে আইজিপি থানায় এএসপি নিয়োগ দেওয়া হবে না— এমনই আশ্বস্ত করেছেন বলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

 

তিনি আরও জানান, আইজিপি এ বিষয়টি নিয়ে শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করবেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজধানীর গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চকবাজার থানার ওসি শামীমুর রশীদ তালুকদার, তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে ফোন করলেও আইজিপি এ কে এম শহীদুল হক ফোন রিসিভ করেননি।

সর্বশেষ খবর