মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে প্রায় ১ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পল্লবীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আড়াই হাজার মিটার গ্যাস লাইন বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল পল্লবীর বাউনিয়া বেড়িবাঁধ এলাকায় ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী। তিনি জানান, অভিযানে প্রায় ১ হাজার ঘরবাড়ি, দোকানপাট ও কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ ও মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর