বুধবার, ২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অস্ত্র-গুলি-সোনাসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও ময়মনসিংহে পৃথক অভিযানে অস্ত্র-গুলি-সোনাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যমুনা ফিউচার পার্কের ইস্টার্ন জুয়েলার্সে চুরির ঘটনায় রবিউল হোসেন, আলমগীর মোল্লা ও রিয়াদ হোসেন নামে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া ৩৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া খিলক্ষেত, গুলশান ও পল্লবী থেকে একটি দেশীয় তৈরি এলজি, তিন রাউন্ড গুলি ও পাঁচটি ককটেলসহ রাকিব খান, রবিউল ইসলাম ও হান্নান মোল্লাকে গ্রেফতার করা হয়।

গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে যুগ্ম-কমিশনার (ডিবি) আবদুল বাতেন বলেন, যমুনা ফিউচার পার্কে চুরির ঘটনায় ময়মনসিংহের ভালুকা ও ঢাকার তেজগাঁও থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোনা চুরির ছয় মাস আগে ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ নিয়েছিলেন আলমগীর। তার কাছে দোকানের মূল চাবির নকল ছিল। দোকান সাধারণত সকাল ১০টায় খোলে। ১৪ অক্টোবর অন্য লোকজন আসার এক ঘণ্টা আগে আলমগীর নকল চাবি দিয়ে দোকান খুলে ৬৭ ভরি অলঙ্কার চুরি করে।

সর্বশেষ খবর