বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রেলে হঠাৎ ‘বদলি’ আতঙ্ক

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

দীর্ঘদিন পর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কর্মকর্তাদের মধ্যে হঠাৎ ‘বদলি’ আতঙ্ক সৃষ্টি হয়েছে। রেলের জিএম পদমর্যাদাসহ গুরুত্বপূর্ণ অনেক পদের দায়িত্বশীল কর্মকর্তা ‘কৌশলে’ বিভিন্নভাবে নিজেদের বদলি ঠেকাতে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। এতে আবার নিজেদের সুবিধা বা বিভিন্ন নিয়মকে অনিয়মে পরিণত করতে মন্ত্রী ও ঊর্ধ্বতন রেল কর্তাদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে বদলির হুমকি দিয়ে আসছেন রেলের একশ্রেণির ঠিকাদার। তারা রেলপথ মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন জনের নাম ভাঙিয়ে কাজ করার সুবিধাও ভোগ করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল দুই দিনে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের পদোন্নতিসহ মোট নয়জন দায়িত্বশীল কর্মকর্তাকে রদবদল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর