শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মিডিয়া ফোরামের কর্মশালা ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন গণমাধ্যমসহ মার্কেটিং ও প্রমোশন বিভাগে কর্মরতদের কর্মশালা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে বাংলাদেশ মিডিয়া ফোরামের আয়োজনে প্রথমবারের মতো এর আয়োজন করা হচ্ছে। মিডিয়া সংশ্লিষ্ট ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ও প্রমোশন বিভাগের শিক্ষার্থীরাও এ কর্মশালায় অংশ নিতে পারবেন। বিডিমিডিয়াফোরাম.কম ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা আবেদন করতে পারবেন। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। এ সময় গাজী স্যাটেলাইট টেলিভিশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ, গ্রুপ এম’র নির্বাহী পরিচালক মোরশেদ আলম, প্রাণ আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, ইউনিলিভার বাংলাদেশ লি. এর মিডিয়া অ্যান্ড ইভেন্ট ম্যানেজার তানভীর ফারুক, গ্রামীণফোন লিমিটেডের হেড অব মিডিয়া সিকদার আক্তারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

তারা বলেন, দিন দিন মার্কেটিং ও প্রমোশন সেক্টরে জনবলের চাহিদা বাড়ছে। বিশ্বায়নের এ যুগে বিভিন্ন পণ্যকে গ্রাহকের আকর্ষণের জায়গায় পৌঁছে দিতে বিচক্ষণতার পরিচয় দিতে হয় এবং উপস্থাপনের নানা কৌশল আয়ত্ত করতে হয়। কর্মশালায় মিডিয়া প্রমোশনের বিভিন্ন বৈজ্ঞানিক দিক তুলে ধরবেন প্রশিক্ষিতরা। প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে এ কর্মশালায় অংশ নিতে পারবেন আগ্রহীরা।

 

সর্বশেষ খবর