শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাবার শেষ নিঃশ্বাসের উত্তাপ এখনো পাই

----------মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৯৮০ সালে আমি কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম। যে কক্ষে আমার পিতাকে হত্যা করা হয়েছিল, সেই কক্ষেই আমি বন্দী ছিলাম। চার নেতার রক্তের দাগ এখনো মোছেনি। আমার পিতার শেষ নিঃশ্বাসের উত্তাপ এখনো পাই। পিতার মুখ শেষবারের মতো দেখতে পারিনি।’

রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে গতকাল জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মৃতি নিয়ে আয়োজিত ‘মৃত্যুঞ্জয়ী মহাপ্রাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় চার নেতা জীবনেও বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন, মরণেও বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন। ১৬ ডিসেম্বর বাংলার মাটিতে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে ফিরে এসেছিল। বঙ্গবন্ধুর অবর্তমানে তার নির্দেশনায় চার নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। সেই সময় চারজনের সঙ্গে ছিল বিশ্বাসঘাতক মোশতাক। একাত্তর সালেও সে বেইমানি করার চেষ্টা করেছিল। পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করার চেষ্টা করেছিল।

সর্বশেষ খবর