শিরোনাম
শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধিতে সম্মত ভারত-বাংলাদেশ

কলকাতা প্রতিনিধি

দুর্গতদের উদ্ধার, ত্রাণসহ একাধিক বিষয়ে একে অপরের অভিজ্ঞতা ভাগ করে ভারত-বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। গতকাল দিল্লিতে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ বিষয়ে একমত হন। এ সময় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মহম্মদ শাহ কামাল উপস্থিত ছিলেন।

আবহাওয়ার পূর্বাভাষ, যথাসময়ে স্যাটেলাইট চিত্রাবলী ও রিমোট সেন্সিং তথ্য দেওয়ার বিষয়ে ভারতের সহায়তা চেয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। ভূকম্পনে দুর্গতদের দ্রুত উদ্ধার করতে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, আবহাওয়া সম্পর্কিত যাবতীয় তথ্য বিনিময়ের পাশাপাশি গুজরাট ইনস্টিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টসহ অন্যান্য শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি পাঞ্জাবের পাঠানকোটে এবং জম্মু-কাশ্মীরে উরিতে জঙ্গি হামলার ঘটনায় ভারতের পাশে থাকায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান রাজনাথ সিং।

সর্বশেষ খবর