সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
বিসিএস শিক্ষা সমিতি

জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের ক্যাডারে মানা হবে না

নিজস্ব প্রতিবেদক

জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি হওয়া মানবেন না বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। তারা বলেছে, জাতীয়করণ হওয়া শিক্ষকদের ননক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের চাকরি শুধু ওই জাতীয়করণ হওয়া কলেজেই সীমাবদ্ধ থাকতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা এই দাবি জানান। এই দাবি পূরণে তারা নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের জন্য সুনির্দিষ্ট নীতিমালা করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী। আরও বক্তব্য দেন সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার। সমিতির নেতারা বলেন, তারা কয়েকটি ধাপে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত হন। এখন জাতীয়করণ হওয়া শিক্ষকরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন। এর ফলে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষকরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। বিসিএস শিক্ষা ক্যাডার আর কোনোভাবে মেধাবীদের আকর্ষণ করতে পারবে না। এছাড়া বিসিএস শিক্ষা ক্যাডারে বর্তমান প্রায় ১৫ হাজার শিক্ষক ‘সংখ্যালঘুতে’ পরিণত হবেন, যা ক্যাডারের শৃঙ্খলায় বিপর্যয় নিয়ে আসতে পারে।

সর্বশেষ খবর