সোমবার, ৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাই বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি

——————— হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে সরকার ভয় পায় না, ভয় পায় আসলে জনগণ। কারণ, তারা এর আগে পেট্রলবোমা মেরে জনগণকে হত্যা করেছে। ৭ নভেম্বর সংহতি দিবসের নামে বিএনপি ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এ জন্য হয়তো তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। কারণ, সরকারের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। গতকাল বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব রাষ্ট্রপতির। সরকারের কাছে খালেদা জিয়ার দাবি জানিয়ে কোনো লাভ নেই। আগে সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছিলেন। এবারও তা-ই হবে। এখানে সরকারের কোনো বিষয় নেই। নাসিরনগরে হামলার ঘটনায় নেতা বহিষ্কারে প্রমাণিত এতে আওয়ামী লীগ জড়িত বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, কোনো নেতাকে বহিষ্কার করার এখতিয়ার স্থানীয় কমিটির নেই।

এটা কেন্দ্রীয় কমিটির দায়িত্ব। স্থানীয় কমিটি যদি কাউকে সতর্ক করে থাকে, সেটা জড়িত থাকার জন্য নয়। বরং এ ঘটনা ঠেকাতে তারা যথেষ্ট যত্নবান ছিল না, এ কারণে সতর্ক করা হয়েছে। আসলে এ ঘটনা বিএনপি-জামায়াতের ইন্ধনে হয়েছে। তারা সাম্প্রদায়িক উসকানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর