বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

জিহাদকে সন্ত্রাসবাদের সঙ্গে এককারীরা ইসলামের দুশমন

-------- সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামে চরমপন্থা বা সন্ত্রাসের স্থান নেই। ইসলামে জিহাদ আছে কিন্তু সন্ত্রাসবাদ নেই। কাজেই যারা ইসলামের জিহাদকে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে ফেলে তারা ইসলামের দুশমন।  গতকাল লক্ষ্মীপুরে নছীর উদ্দিন আহমদ ভূঁইয়া মিলনায়তনে ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আল্লামা খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আল্লামা মিজানুর রহমান সাঈদ, আল্লামা জাফর আহমদ, আল্লামা মুফতি ইদ্রিস কাসেমী, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা আবদুল হান্নান, মুফতি মামুনুর রশিদ, মাওলানা আবু তাহের, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আবু নাছের আব্দুল্লাহ, মাওলানা হারুন, মাওলানা মুহিউদ্দিন প্রমুখ। মুফতি করীম বলেন, দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী কওমী মাদ্রাসা পড়ুয়া। কওমী সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া তাদের অধিকার, কারো দয়া বা অনুগ্রহ নয়। সরকারের ইসলামের প্রতি ন্যূনতম দরদ থাকলে কওমীর স্বকীয়তা বজায় রেখেই সনদের স্বীকৃতি দেয়া দরকার। তিনি বলেন, ইমান ও ইসলাম সর্বোপরি জাতি বিধ্বংসী শিক্ষানীতি বাতিল করতেই হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। সরকারের সর্বত্র দুর্নীতিবাজরা মাথাচাড়া দিয়ে উঠেছে। দুর্নীতিবাজদের প্রতিরোধে সরকার ব্যর্থ। দুর্নীতি দমনে ইসলামের বিকল্প নেই।

সর্বশেষ খবর