বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে সতর্ক থাকতে বললেন রিজভী আহমেদ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দলের লোকজন সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, আপনার আশপাশে যারা আছে, তাদের ব্যাপারে সাবধান থাকুন, সতর্ক থাকুন— আপনার দলের লোকেরা যে কোনো মুহূর্তেই বিশ্বাসঘাতকতা করতে পারে, যেমনটা আপনার বাবার সঙ্গে করেছিল। তাদের ‘ফলো’ করুন। বিএনপি বা অন্য কোনো দলকে নিয়ে ভয় পাবেন না, আতঙ্কে থাকবেন না। কারণ আপনার পিতাকে হত্যার পর তারই মন্ত্রিসভার সদস্য খন্দকার মোশতাকরাই ক্ষমতা নিয়েছিলেন। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আবদুল আউয়াল খান পাঠান, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর