বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ঢাকায় জয়েন্ট ট্রেড কমিশনের বৈঠক

বাণিজ্য বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও মিয়ানমার যৌথ ট্রেড কমিশনের বৈঠকে গতকাল কৃষি গবেষণা ও মত্স্য খাতে দুটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য, কৃষি, খাদ্য, মত্স্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের প্রতিনিধিরা। গতকাল হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ট্রেড কমিশনের ৮ম সভায় এসব খাতে বিনিয়োগ বাড়াতেও একমত হয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন। মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি টো অং মিন্ট।

সর্বশেষ খবর