সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্রকাশিত সংবাদে রূপালী ব্যাংকের ব্যাখ্যা

বাংলাদেশ প্রতিদিনে গত ১২ নভেম্বর প্রকাশিত ‘ব্যাংকের অর্থে প্রমোদ ভ্রমণ’ শীর্ষক প্রতিবেদনের একাংশের ব্যাখ্যা দিয়েছে রূপালী ব্যাংক। প্রতিষ্ঠানের কোম্পানি সচিব মোহম্মদ আলী স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, সংবাদটি অসত্য ও ভিত্তিহীন। এতে আরও বলা হয়েছে, প্রকৃতপক্ষে গত ৩ নভেম্বর রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন বা প্রকল্প পরিদর্শনে পরিচালন পর্ষদের কোনো সদস্যকে নিয়ে যাওয়া হয়নি। বিআরপিডি সার্কুলার মেনে বাংলাদেশ ব্যাংককে অবহিত করে ২ নভেম্বর ১০১২তম পর্ষদ সভা হয় চট্টগ্রামে। এর পরের দিন শাখা ব্যবস্থাপক সম্মেলনে স্থানীয় কর্মকর্তাদের উদ্বুদ্ধ করতে ব্যাংকের পক্ষ থেকে পর্ষদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়। এতে ব্যাংকের কোনো বাড়তি খরচ হয়নি ও নিয়মের ব্যত্যয় ঘটেনি।

প্রতিবেদকের বক্তব্য : যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সর্বশেষ খবর