মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গাইড থেকে প্রশ্ন করায় শিক্ষককে বদলি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা শিক্ষা বোর্ডের জেএসসি ২০১৬-এর বাংলা ১ম পত্র পরীক্ষায় গাইড থেকে প্রশ্ন করার দায়ে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ওহাবকে বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠানো হয়। একই সঙ্গে অপর এক অফিস আদেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্ব্বেও গাইড থেকে প্রশ্ন করার কারণে কেন বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে না মর্মে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারের গাইড বই থেকে প্রশ্ন প্রণয়ন করায় পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা হলেন- আবদুল ওহাব এবং প্রশ্ন পরিশোধনকারী- কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক রিক্তা বড়ুয়া, কুমিল্লা ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খানম ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামিম আক্তার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর