মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নৌবাহিনী প্রধানের কাছে দুটি সাবমেরিন হস্তান্তর চীনের

নৌবাহিনী প্রধানের কাছে দুটি সাবমেরিন হস্তান্তর চীনের

চীন থেকে সংগ্রহকৃত দুটি সাবমেরিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে ত্রিমাত্রিক নৌশক্তি হিসেবে যাত্রা শুরু করল বাংলাদেশ নৌবাহিনী। গতকাল এ উপলক্ষে চীনের দালিয়ান প্রদেশের লিয়াওনান শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের কাছে সাবমেরিন দুটি হস্তান্তর করেন রিয়ার এডমিরাল লিউ জিঝু। এ সময় চীনা এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌবাহিনীর জন্য প্রস্তুতকরা সাবমেরিন দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার। সাবমেরিন দুটি শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছবে এবং আগামী বছরের শুরুতে বানৌজা ‘নবযাত্রা’ এবং বানৌজা ‘জয়যাত্রা’ নামে নৌবহরে যুক্ত হবে বলে আশা করা যায়। — আইএসপিআর।

সর্বশেষ খবর