মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুফতি হান্নানসহ পাঁচ জঙ্গির চূড়ান্ত রায় আজ

নিজস্ব প্রতিবেদক

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার হোসেন চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ পাঁচ জঙ্গির চূড়ান্ত রায় ঘোষণা করা হবে আজ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্ব চার সদস্যর বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি বজলুর রহমান। গতকাল আসামিদের করা আপিলের ওপর শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে ১১ ফেব্রুয়ারি বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিম্ন আদালতের রায় বহাল রাখেন। রায়ে মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি এবং দুজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মুফতি আবদুল হান্নান, শরীফ শাহেদুল আলম ও দেলোয়ার হোসেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন—মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ও মুফতি মঈন উদ্দিন।

সর্বশেষ খবর