মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

সংসদের ত্রয়োদশ অধিবেশন ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

আগামী ৪ ডিসেম্বর জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে এ অধিবেশন হবে স্বল্পকালীন। ৬০ দিনের মধ্যে সংসদের বৈঠক অনুষ্ঠানের বাধ্যবাদকতা রক্ষায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে। দ্বাদশ অধিবেশন শেষ হয়েছিল ৬ অক্টোবর। সংসদ সচিবালয় সূত্র জানায়, আগামী ৪ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হবে। এর আগে সংসদের কার্যোপদেষ্টা কমিটির সভায় কত কার্যদিবস এই সংসদের বৈঠক চলবে তা নির্ধারণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর