বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পোষা সাংবাদিক সাংবাদিক না : ইনু

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পোষা বাঘ যেমন বাঘ না, তেমনি পোষা সাংবাদিক সাংবাদিক না। আপনারা কেউ পোষা বাঘ হবেন না। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাপ্তাহিক পত্রিকা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ দমনে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। ইনু আরও বলেন, আপনারা সরকারের তল্পিবাহক হবেন না। সরকারের সমালোচনায় মুখর হন। তবে জঙ্গিবাদের উকিল কেউ হবেন না। আইন সংশোধনের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া অন্তর্ভুক্ত করে ২০১৭ সালেই নবম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ বলেন, স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের অনেক ভূমিকা ছিল। গণমাধ্যম কর্মীরা অনেকক্ষেত্রে বিভিন্ন ঘটনার বিচার পান না। সাপ্তাহিক পত্রিকার সাংবাদিকরা আরও উপেক্ষিত থাকেন। সাপ্তাহিক পত্রিকার দিকে সরকারের সুনজর প্রত্যাশা করে অবিলম্বে সব গণমাধ্যম কর্মীদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান তিনি।

সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এসএম মোরশেদের সভাপতিত্বে এবং যুগ্ম-সম্পাদক এমএ মোতালিব হোসেনের সঞ্চালনায় অন্যরা বক্তব্য দেন।

সর্বশেষ খবর