বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

উত্তরায় হামলা : যুবলীগ নেতা সেলিমসহ বহিষ্কার ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় দোকান মালিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যবসায়ীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. সেলিম মিয়া, উত্তরা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন আকাশ ও মো. মাজেদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দিয়েছেন ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার। তিনি ওই তিনজনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান, যুবলীগ নেতা সেলিম মিয়া ও মামুন সরকার উভয়েই থানায় অভিযোগ করেছেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও যুবলীগ নেতা সেলিম মিয়া প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান থেকে অস্ত্রসহ ধরা পড়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সেলিম মিয়ার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এলাকায় তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজিসহ অন্তত অর্ধ ডজন অভিযোগ রয়েছে। সর্বশেষ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মামুন সরকারের আহ্বানে উত্তরায় দোকান মালিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড হোয়াইট হল কমিউনিটি সেন্টারে করা হয়। মধ্যাহ্নভোজের সময় যুবলীগ নেতা সেলিম মিয়া অর্ধশতাধিক নেতা-কর্মী নিয়ে ওই অনুষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালান। গতকাল বিভিন্ন গণমাধ্যমে এ রিপোর্ট প্রকাশের পর বিষয়টি যুবলীগের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টিতে আসে। পরে বিকালে দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাদের তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

সর্বশেষ খবর