শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

অতিথি পাখি মেরে যুবলীগ-ছাত্রলীগের পিকনিক

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় অতিথি পাখি শিকার করে পিকনিক করেছেন ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার রাত ৯টার দিকে দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে যুবলীগ সভাপতি খালেকুজ্জামানের কার্যালয়ে এ পিকনিকের আয়োজন করা হয়। স্থানীয়রা জানান, প্রতিবারের মতো দয়ারামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক আবু হানিফ এবং ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুর রশিদের উদ্যোগে তাদের সমর্থকরা আইন ভেঙে বিভিন্ন এলাকায় বন্দুকের গুলিতে বেশকিছু অতিথি পাখি শিকার করেন। পরে রাতে সেই পাখির মাংস দিয়ে ভুঁড়িভোজ হয়। শুধু তাই নয়, ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক আবদুর রশিদের ফেসবুক পেজে ‘প্রতি বছরের ন্যায় এবারও পালিত হলো পাখি শিকার করে পিকনিক’ লিখে আপলোড করা হয় পিকনিকের খিচুড়ি ও পাখির মাংস ভোজনের ছবি। খালেকুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পিকনিকের জন্য পাখি শিকারের বিষয়টি অস্বীকার করে বলেন, ছেলেরা মজা করে পাখির কথা উল্লেখ করেছে। খাবারের প্লেটে রান্না করা পাখির ছবি দেখা যাচ্ছে— জানানো হলে তিনি বলেন, ওটা অতিথি পাখি নয়, কোয়েল পাখি।

পাখি হত্যা করে পিকনিক করা অত্যন্ত গর্হিত কাজ উল্লেখ করে নাটোর জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জেমস বলেন, ‘বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বন্যপ্রাণী শিকার দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও বন্যপ্রাণী হত্যা ও পিকনিক করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করে বড় ধরনের অপরাধ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করে বন্যপ্রাণী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর