শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এখনই কাউকে মশাল প্রতীক না দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘মশাল’ প্রতীক কোনো প্রার্থীকে বরাদ্দ না দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদ। গতকাল প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ-সংক্রান্ত আবেদন করেন জাসদের এই অংশের সভাপতি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সামনে রেখে মশাল প্রতীক নিয়ে এ দাবি জানালেন আম্বিয়া। চিঠিতে আম্বিয়া সিইসিকে জানান, মশাল প্রতীকটি ইনু-শিরীন নেতৃত্বাধীন জাসদ অংশকে বরাদ্দ দেওয়ায় আম্বিয়া-প্রধান নেতৃত্বাধীন জাসদ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট দাখিল করলে ইসির বিরুদ্ধে ২৮ সেপ্টেম্বর বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের যৌথ বেঞ্চ রুল জারি করে। রুলটি চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মশাল প্রতীকটি যে কোনো নির্বাচনে প্রার্থীর পক্ষে বরাদ্দ না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, রুলের জবাব দেওয়ার বিষয়ে কমিশনের কাছে ফাইল উপস্থাপন করা হয়েছে। সর্বশেষ দলীয়ভাবে ইউপি নির্বাচনেও ইনু-শিরীন নেতৃত্বাধীন জাসদের প্রার্থীরা মশাল প্রতীক পেয়েছেন। রুলের পর পরবর্তী বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। প্রসঙ্গত, ১২ মার্চ সর্বশেষ জাতীয় কাউন্সিলে শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করা নিয়ে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীনের কমিটির পাশাপাশি পাল্টা কমিটি গঠন করেন দলের জ্যেষ্ঠ নেতা মইনুদ্দিন খান বাদল, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান ও তাদের অনুসারীরা। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ১৩ এপ্রিল ইনু-শিরীন নেতৃত্বাধীন জাসদকে মূলধারা হিসেবে স্বীকৃতি দিয়ে ২৮ এপ্রিল তাদের মশাল প্রতীক দেয় নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর