শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
চিকিৎসকদের প্রতি অধ্যাপক আবদুল্লাহ

প্রতিদিন একজন করে রোগীকে বিনা পয়সায় চিকিৎসা সেবা দিন

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বি এম আবদুল্লাহ দেশের সকল ডাক্তারকে প্রতিদিন একজন করে রোগীকে বিনা পয়সায় চিকিৎসা সেবা দেওয়ার আহবান জানিয়েছেন। গতকাল তিনি জাতীয় প্রেসক্লাবে দরিদ্র রোগীদের অধিকার প্রতিষ্ঠা ও চিকিৎসার্থে সহায়তা শীর্ষক পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, মানুষ মানুষের জন্য। ডাক্তারদের আগে মানুষ হতে হবে, পরে চিকিৎসা। তিনি বলেন, মানুষের জন্য কিছু করে যেতে পারলে সেটিই থেকে যাবে। প্রকৃত দরিদ্র রোগীরা যাতে পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহায়তায় চিকিৎসা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফাউন্ডেশনের টাকা সঠিকভাবে ব্যায় করতে হবে। পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে বীজ বপন করেছে তা একদিন সারাবিশ্বে বিস্তার লাভ করবে।

সর্বশেষ খবর