বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

যাত্রাবাড়ীতে জোড়া খুনে দুজনের ফাঁসি

আদালত প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টিতে পুলিশের সাবেক কর্মকর্তার স্ত্রী রওশন আরা ও গৃহকর্মী কল্পনা আক্তারকে হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাঈদ ও রিয়াজ। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী মাহফুজুর রহমান লিখন সাংবাদিকদের জনান, রায় ঘোষণার আগে এ দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাঈদের বাড়ি খুলনার সোনাডাঙ্গায়। আর রিয়াজের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। রায় ঘোষণার আগে ২৯ সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

 এর আগে আসামিরা ঘটনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ মার্চ বিকালে ৫৬ নম্বর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টিতে ‘বাবার প্রাসাদ’ নামে তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুসের স্ত্রী রওশন আরা বেগম (৬৩) এবং গৃহকর্মী কল্পনার (১২) গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরের দিন রওশন আরার ভাই মোজ্জামেল হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। পরে ঘটনা তদন্ত করে গৃহকর্মীর ভাই সাঈদ ও তার বন্ধু রিয়াজের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আবদুল কুদ্দুস ১৯৯৪ সালে মারা যান। তাদের দুই মেয়ে ও তিন ছেলের সবাই বিদেশে থাকেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর