বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
চেক প্রতারণা মামলা

হীরাঝিল এমডির নামে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চেক প্রতারণার মামলায় হীরাঝিল প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদেরের আদালত এ আদেশ দেয় বলে জানান বাদীর আইনজীবী আতাউর রহমান। তিনি বলেন, মামলার বাদী মো. নুরুন্নবী চৌধুরী হীরাঝিল প্রপার্টিজের বসুমতি আনোয়ারা সিটির প্রকল্পের দুটি প্লটের জন্য বুকিং দেন। পরে প্লটগুলোর বিষয়ে বিভিন্ন অনিয়মের কারণ বুঝতে পেরে টাকা ফেরত দাবি করেন। বাদীকে কিস্তির টাকা ফেরতের জন্য ১৬ লাখ টাকার একটি চেক দেয়া হয়।

গত ১ আগস্ট চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেয়া হয়। তবে অপর্যাপ্ত তহবিলের জন্য চেকটি ফেরত দেয় ব্যাংক। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাদী গত ২৬ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত আসামিকে হাজিরের জন্য সমন জারি করে। কিন্তু সমন পেয়েও আদালতে হাজির না হওয়ায় ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর