বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নাসিরনগর স্বাভাবিক, ঘুরে দাঁড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পরিবারের ঘরবাড়ি ও মন্দিরে হামলার পর আতঙ্ক এবং থমথমে ভাব কেটে গেছে। স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। ঘরবাড়ি ও মন্দির মেরামত করছেন ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের লোকজন। প্রশাসনিক ও ব্যক্তিগত সহযোগিতায় ঘুরে দাঁড়িয়েছেন তারা। জনমনে আতঙ্ক কমে যাওয়ায় এবং সার্বিক পরিস্থিতি আগের তুলনায় শান্ত হওয়ায় হিন্দু পরিবারের লোকজন বাড়িঘর মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন। জানা যায়, ২৯ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের রসরাজ দাস নামের এক যুবক ফেসবুকে তার আইডি ব্যবহার করে পবিত্র কাবা শরিফের ওপর শিবমূর্তি বসিয়ে পোস্ট দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে ওই দিনই সন্ধ্যায় তাকে পুলিশ আটক করে। এ ঘটনাকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে পৃথক সমাবেশ করে আহলে সুন্নাত ওয়াল জামাত ও তৌহিদি জনতার লোকজন। সমাবেশ শেষে একদল উচ্ছৃঙ্খল লোক হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকটি মন্দির ও বাড়িঘর ভাঙচুর করে। ঘটনার পর ৪ নভেম্বর আবারও হিন্দু পরিবারের একটি মন্দিরসহ পাঁচটি বাড়ির রান্নাঘর, গোয়ালঘর, ১৩ নভেম্বর হিন্দু পরিবারের একটি পরিত্যক্ত ঘরের চালে ও ১৬ নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেবের গোয়ালঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক দেখা দিলে বিভিন্ন সময় ছয়টি মামলা হয় নাসিরনগর থানায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর