বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঢাকার রাস্তায় উবার

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন দেশে আলোচিত স্মার্টফোন অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবারের কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে।

উবার গতকাল বাংলাদেশের জন্য তাদের অ্যাপ চালু করেছে, যা ডাউনলোড করা যাচ্ছে অ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোর থেকে। ওই অ্যাপ ব্যবহার করে নেওয়া যাচ্ছে উবারের ব্যতিক্রমী ট্যাক্সি সেবা। খবর বিডিনিউজ। এই সেবার জন্য উবারের নিজস্ব কোনো ট্যাক্সি নেই। ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কেউ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ্যমে উবারের চালক হয়ে যেতে পারেন। একই অ্যাপ ব্যবহার করে সেবা পাবেন যাত্রীরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর