বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেও সংবর্ধনা সেনা ও বিমান বাহিনী প্রধানের

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার নিজ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সংবর্ধনা দিয়েছেন।

সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর ৩ বীরশ্রেষ্ঠ, ৫ বীরউত্তম, ৭ বীরবিক্রম ও ২২ বীরপ্রতীক এবং তাদের স্বজনদের (মোট ৩৭জন) সংবর্ধনা দেন। এ সময় তিনি অভ্যাগতদের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার দিয়েছেন।

অপরদিকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বিমানবাহিনীর ফ্যালকন হলে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন। বিমানবাহিনী প্রধান তাদের সঙ্গে কুশল বিনিময় এবং তাঁদের হাতে উপহার ও চেক তুলে দেন।—আইএসপিআর।

সর্বশেষ খবর