বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ক্রীড়া প্রতিমন্ত্রীর বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের বাসা থেকে মিলন টিকাদার (২০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে রাজধানীর বেইলি রোডে মিনিস্টার অ্যাপার্টমেন্টের ৩৯/এ নম্বর বাসার তৃতীয়তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে, মিলন আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে বীরেন শিকদার সাংবাদিকদের বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এর আগেও সে (মিলন) দুবার আত্মহত্যার চেষ্টা করেছে। তখন আমরা টের পাওয়ায় সে আত্মহত্যা করতে পারেনি। হয় তো তার কোনো মানসিক সমস্যা ছিল। রমনা থানার এসআই আতোয়ার হোসেন জানান, গামছা ও লুঙ্গি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মিলন। মঙ্গলবার রাত ১২টা থেকে গতকাল ভোর ৫টার মধ্যে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জানা গেছে, মিলনের বাবার নাম বিজন টিকাদার। বাড়ি মাগুরা সদর থানার পোড়াগাড়ী গ্রামে। মিলন তিন বছর ধরে ওই বাসায় কাজ করছিল। এ বিষয়ে রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেন প্রতিমন্ত্রীর পিএস শিশির সরকার।

সর্বশেষ খবর