বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

দীপ্তি লোহানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ

দীপ্তি লোহানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধা শব্দ সৈনিক শিক্ষাব্রতী দীপ্তি লোহানীর ৮১তম জন্মদিন ও নবম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৩৫ সালের এইদিনে তিনি জন্মগ্রহণ করেন এবং ২০০৭ সালের একই দিনে মৃত্যুবরণ করেন। দীর্ঘকাল তিনি সরকারি স্কুলে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থেকেও একাত্তরের মুক্তি সংগ্রামে তার ছিল প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততা। ১৯৬২ সালে তার বাসাই ছিল আইয়ুবের সামরিক শাসনবিরোধী আন্দোলনের আখড়া। ৬০ এর দশক জুড়ে ‘ছায়ানট’ পরিচালনা থেকে ‘ক্রান্তি’র সূচনা কিংবা স্বাধীনতা-উত্তরকালে ‘সংযুক্ত একুশে উদযাপন কমিটি’ ‘একুশে চেতনা পরিষদ’ এবং পরে ‘গণশিল্পী সংস্থা’, ‘স্বরশ্রুতি’র কর্মকাণ্ড পরিচালনায় দীপ্তি লোহানী ছিলেন পর্দার অন্তরালে সবচে বড় সহায়ক শক্তি। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সেপ্টেম্বর থেকে তিনি মানুষকে উজ্জীবিত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কথিকা লিখতেন এবং পাঠ করতেন। দিনটি উপলক্ষে আজ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খান সনতলা গ্রামে অনাড়ম্বর পরিবেশে পারিবারিকভাবে দীপ্তি লোহানীর ৮১তম জন্মবার্ষিকী পালন করা হবে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর