শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ফেনীতে দেড় হাজার পাখি উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনীতে বিলুপ্তপ্রায় প্রজাতির ১ হাজার ৪৫১টি পাখিসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে শহরের সার্কিট হাউস রোড থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে মুনিয়া ৩০২, শালিক ৭৫, তোতা ২৪ ও মদনা টিয়ে ১ হাজার ৫০টি। আটক ব্যক্তিরা হলেন রহুল আমীন, রনি তালুকদার ও আতিয়ার রহমান। র‌্যাব-৭ ফেনীর কমান্ডার সাফায়াত জামিল গতকাল গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পাখিগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। জেলা বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম কায়সার জানান, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বিলুপ্তপ্রায় ও বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী টিকিয়ে রাখার প্রচেষ্টায় পাখিগুলোকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ খবর